Posted on 19th Dec 2021 11:02:23 PM Essay, Composition
Introduction: Rice is our main food. We get it from paddy. Our hot and moist climate is suitable for growing rice.
Cultivation: In Bangladesh there are four kinds of rice. These are Aus, Aman, Boro and IRRI. It is not easy to grow rice. At first the farmer ploughs the field well. Then they sow the seeds of paddy. In a few days the seeds come up. Within three or four months the crop is ready for harvest. Then they husk paddy and get rice.
Usefulness: Rice is our staple food. Muri, Chira, Khai, Cakes are prepared from Rice.
Conclusion: We cannot live without rice. So we should grow more rice.
(ভাত রচনা)
সূচনা: ভাত আমাদের প্রধান খাদ্য। আমরা ধান থেকে এটি পেয়ে থাকি। আমাদের উষ্ণ ও আর্দ্র জলবায়ু ধান। চাষের উপযােগী।
চাষাবাদ: বাংলাদেশে চার ধরনের ধান আছে। এগুলাে হলাে আউশ, আমন, বােরাে ও ইরি। ধান উৎপন্ন করা সহজ নয়। প্রথমে কৃষক ভালােভাবে জমি চাষ করে। তারপর তারা ধানের বীজ বপন করে। কয়েক দিনের মধ্যে। চারা গজায়। তিন বা চার মাসের মধ্যে শস্য কাটার উপযুক্ত হয়। এর পর তারা ধান ভানে এবং চাল পায়।
উপকারিতা: ভাত আমাদের প্রধান খাদ্য। মুড়ি, চিড়া, খই, পিঠা প্রভৃতি ধান থেকে প্রস্তুত হয়।
উপসংহার: আমরা ভাত ছাড়া বাঁচতে পারি না। তাই আমাদের উচিত অধিক পরিমাণে ধান উৎপাদন করা।
Share on Facebook